মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত

সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত
সর্বশেষ উপলব্ধ: মে ২২, ২০২৫ ০৫:২৫ অপরাহ্ন

দেশের সমুদ্রবন্দরগুলোকে নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় এমন সতর্কতা সংকেত জারি করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা পায়রা সমুদ্রবন্দরকে নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আ/মি

 62
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।