বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ English
English
সর্বশেষ

দুদকের মামলায় খালাস পেলেন তারেক ও জুবাইদা রহমান

দুদকের মামলায় খালাস পেলেন তারেক ও জুবাইদা রহমান
দুদকের মামলায় খালাস পেলেন তারেক ও জুবাইদা রহমান
সর্বশেষ উপলব্ধ: মে ২৮, ২০২৫ ০৫:১৪ অপরাহ্ন

বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বছরের সাজা থেকে তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সম্পদের তথ্য গোপন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক এ মামলা দায়ের করেছিল।

সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন।

মামলায় তারেক রহমান আলাদা করে আপিল করেননি। তবে জুবাইদা রহমানের আপিলের সঙ্গে তারও খালাসের আবেদন করা হয়েছিল।

আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঞা। এর আগে গত ২৬ মে সম্পদের তথ্য গোপন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জুবাইদা রহমানের আপিল শুনানি শেষ হয়।

আশিক/মি

 

 125
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।