সকাল থেকেই তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী। রাজধানীর বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা গেছে। পাঁচ/দশ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে প্রায় এক ঘন্টা। এতে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রী ও পথচারীরা। বিশেষ করে দুপুরে স্কুল ছুটির সমযয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দুর্ভোগ চরমে পৌঁছে।
বুধবার (২৮ মে) ঢাকার বিভিন্ন স্থান সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা গেছে। যানজটের কারণ হিসেবে রাজনৈতিক সমাবেশ আর নানা দাবিদাওয়া নিয়ে রাস্তা অবরোধকে দোষছেন সবাই। সকালে শাহবাগে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তি নিয়ে সমাবেশ, বিকেলে পল্টনে ছাত্রদল,যুবদলের সমাবেশ আর আগারগাঁয়ে জুলাই আহতদের চক্ষু হাসপাতালে ভাংচুরের ঘটনায় যানজট তীব্র রুপ নেয়।
মতিঝিল, বনানী,গুলশান, উত্তরা, গাবতলী, আজিমপুর, ফার্মগেট, শাহবাগ, নিউমার্কেটসহ পুরো ঢাকাই কার্যত অচল।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।