রাজধানী মিরপুর দারুসসালাম আহমেদনগর এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের নামপরিচয়িএখনো জানা যায়নি।
শনিবার (৩১ মে) দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের বয়স ২০ থেকে ২৫ বছর হতে পারে।
রকিবুল হোসেন জানান, দুপুরে দারুসসালাম বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডি পট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন।
শামীম/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।