মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান গাজা: জাতিসংঘ

পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান গাজা: জাতিসংঘ
পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান গাজা: জাতিসংঘ
সর্বশেষ উপলব্ধ: জুন ০১, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন

গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে এবং অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে। এমন খবর জানিয়েছে আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি খুব কাছাকাছি আছে এবং আজই তা ঘোষণা করা হতে পারে। এরই মধ্যে দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৫৪ হাজার ৩২১ জন ফিলিস্তিনি নিহত এবং লাখ ২৩ হাজার ৭৭০ জন আহত হয়েছেন।

এদিকে ১০ সন্তানের মধ্যে জনই ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর পর এবার নিজেও দুনিয়ার মায়া ছেড়ে গেলেন এক চিকিৎসক।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১০ সন্তানের মধ্যে সন্তানকেই হারিয়েছিলেন হামদি আল-নাজ্জার নামের এক চিকিৎসক। তিনি নিজেও ওই হামলায় আহত হয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

হাবিব/মি

 55
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।