শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

পালিয়ে যাওয়ার আগে স্বৈরাচাররা দেশকে ধ্বংস করেছে: তারেক রহমান

পালিয়ে যাওয়ার আগে স্বৈরাচাররা দেশকে ধ্বংস করেছে: তারেক রহমান
পালিয়ে যাওয়ার আগে স্বৈরাচাররা দেশকে ধ্বংস করেছে: তারেক রহমান
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ৩০, ২০২৫ ০৮:০৫ অপরাহ্ন

স্বৈরাচাররা দেশকে ধ্বংস করে ফেলেছে। পালিয়ে যাওয়ার আগে তারা দেশের প্রতিটি সেক্টর ভেঙে দিয়ে গেছে। তাই এখন দেশের মেরামত অত্যন্ত জরুরি। বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চুয়াডাঙ্গার শাহেদ গার্ডেনে কর্মশালায় ভার্চুয়ালি তিনি মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০১৭ সাল থেকে দেশ সংস্কারের কথা বলেছেন। তাই বিএনপিও গত দুই বছর আগে ৩১ দফা পেশ করে। গত আগস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা জানতাম সরকারের পতন হবেই। তাই আগে থেকে আমাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিই।

তিনি বলেন, আমরা একত্রে দেশের উন্নয়ন জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। আমাদের চিন্তা সবসময় দেশ এবং দেশের মানুষের প্রতি। দেশের মানুষ বিশ্বাস করে দেশের যে কোনো ভালো বিএনপি করে এবং বিএনপি করবে।

তারেক রহমান বলেন, ১৫ বছরে দেশে দ্বি-রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ফলে নারী-পুরুষ সবাই ফ্যাসিস্টদের অত্যাচারের শিকার হয়েছে। বিএনপি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে জনমানুষের জন্য রাজনীতি করেছে।

আ/মি

 6
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।