মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

ভুল,বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনে আইনানুগ ব্যবস্থা : আজাদ মজুমদার

ভুল,বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনে আইনানুগ ব্যবস্থা : আজাদ মজুমদার
ভুল,বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনে আইনানুগ ব্যবস্থা : আজাদ মজুমদার
সর্বশেষ উপলব্ধ: জুন ০৪, ২০২৫ ০৩:৪৮ অপরাহ্ন

যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, যেগুলো মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন

 প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বুধবার ( জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বলেন, মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট।

আজাদ মজুমদার আরও বলেন, যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। কাউকে এরকম কোনো লাইসেন্স দেয়া হয়নি যে, তিনি চাইলেই একটি ভুল সংবাদ প্রচার করবেন।

আশিক/মি

 53
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।