আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সেলিম ভূঁইয়া (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঙ্গড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মো. সেলিম ভূঁইয়া উপজেলারা হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের হেসাখাল গ্রামের আবদুল খালেকের ছেলে।
নাঙ্গলকোট থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
আ/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।