বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ English
English
সর্বশেষ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ০৫, ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় জন নিহত হয়েছেন। বুধবার ( ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর-ইটাখোলা সড়কের মৈশাইর এলাকায় মঙ্গলবার রাতে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, ভোরে নরসিংদী থেকে শসা বোঝাই একটি পিকআপ ভ্যান গাজীপুর-ইটাখোলা সড়ক দিয়ে জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের মৈশাইর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী-কালীগঞ্জ- ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আলামিন নিহত হন।

আ/মি

 463
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।