মারামারির মামলায় টাঙ্গাইলে কালিহাতীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ ডিসেম্বর) গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল আলীমকে আদালতে আনা হয়। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সল্লা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কালিহাতী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আলীম উপজেলার সল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
কালিহাতী থানা পুৈলিশ জনায়, গেল ১২ ডিসেম্বর গোহালিয়াবাড়ী এলাকায় দখলদারিত্ব নিয়ে দুইপক্ষের মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় কালিহাতী থানায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বারেক নামের একজন ব্যক্তি। ওই মামলার আসামি হিসেবে আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে।
আ/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।