রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

সেনাপ্রধান না বুঝে কোনো কথা বলেননি : উপদেষ্টা সাখাওয়াত

সেনাপ্রধান না বুঝে কোনো কথা বলেননি : উপদেষ্টা সাখাওয়াত
সেনাপ্রধান না বুঝে কোনো কথা বলেননি : উপদেষ্টা সাখাওয়াত
সর্বশেষ উপলব্ধ: ফেব্রুয়ারী ২৭, ২০২৫ ০৭:৪৪ অপরাহ্ন

সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রেশন কী আপনারা জানুন। আমি যতটা ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলার মতো লোক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি' প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সম্প্রতি দেয়া সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করলে সাখাওয়াত হোসেন বলেন,  উনি কী বলেছেন না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারবো না। সেটা উনিই দিতে পারবেন।

আ/মি

 254
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।