কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে পৃথক দুই স্থানে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নদীতে ও অন্যজন পুকুরে ডুবে মারা যান।
স্থানীয়রা জানান, শনিবার (১ মার্চ) বিকেলে ওই ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আলমগীর হোসেনের ছেলে রায়হান মিয়া (১১) গদাধর নদীতে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। এসময় স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে।
অপরদিকে পাইকেরছড়া ইউনিয়নের চারমাথা এলাকার বাসিন্দা ও বাকপ্রতিবন্ধী বছির উদ্দিন ওরফে নেমসু পাগলা (৬৫) দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে ডুবে যান। স্থানীয় এক ব্যক্তি তাকে পানিতে ডুবে যেতে দেখেন। পরে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান।
আ/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।