যৌন নিপীড়নের শিকার হওয়া মাগুরার শিশুটির শারীরিক অবস্থা 'ক্রিটিক্যাল' বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান।
শিশুটির চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড কাজ শুরু করেছে। বৃহস্পতিবার ঢাকায় আনার পর শুক্রবার রাত থেকে শিশুটিকে লাইফ সাপোর্ট দেয়া হচ্ছে।
এদিকে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম বলেছেন, শিশুটিকে নিপীড়নের ঘটনার সাথে যারা জড়িত বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে তাদের চারজনকেই পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাসপাতালে থাকা শিশুটির মামা জানান শিশুটি এখনো আগের মতো অচেতন অবস্থাতেই রয়েছে।
শিশুটিকে নিপীড়নের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবারই সড়ক অবরোধ ও থানার সামনে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
আ/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।