শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

আপাত পাত্র খুঁজতে বারণ করলেন নুসরাত ফারিয়া

আপাত পাত্র খুঁজতে বারণ করলেন নুসরাত ফারিয়া
আপাত পাত্র খুঁজতে বারণ করলেন নুসরাত ফারিয়া
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ২৩, ২০২৪ ০৫:৫৭ অপরাহ্ন

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নুসরাত ফারিয়া। অভিনয় দক্ষতা দিয়ে ঢাকাই সিনেমায় জনপ্রিয় হয়েছেন এই অভিনেত্রী।

নুসরাত ফারিয়া এক পোস্ট দিয়ে ভক্তদের কাছে বলেছেন, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। অভিনেত্রী পোস্টে লিখেছেন, জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।

নুসরাত ফারিয়ার ভাষ্য, কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন কাজ আর একটু পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।

ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্রআশিকীদিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

আ/মি

 9
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।