পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন তিনি।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনু্ষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
বিশেষ এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।
আ/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।