শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

তামিমের অবস্থা আশাব্যঞ্জক তবে মুভ করা খুবই বিপদজনক

তামিমের অবস্থা আশাব্যঞ্জক তবে মুভ করা খুবই বিপদজনক
তামিমের অবস্থা আশাব্যঞ্জক তবে মুভ করা খুবই বিপদজনক
সর্বশেষ উপলব্ধ: মার্চ ২৫, ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন

হৃদরোগে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সার্বিক অবস্থা আশাব্যঞ্জক, তবে এই মুহূর্তে তাকে অন্য কোথাও মুভ করানো খুবই রিস্কি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গাজীপুরের কেপিজে স্পেশালাইডজ হাসপাতালে আছেন তামিম। মঙ্গলবার (২৫মার্চ) সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই মুহূর্তে মুভ করা তার জন্য খুব- রিস্কি, সে বিষয়টা নিয়ে তামিম ইকবালের সাথেও তাদের আলাপ হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাথমিকভাবে তামিম ইকবারের হার্টে যে পিসিআই হয়েছে (হার্টের ব্লক খোলার চিকিৎসা পদ্ধতি), তাতে কখনো কখনো একটু রিয়্যাকশন হতে পারে। যে রিংটা লাগানো হয়েছে তা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে, ডাক্তারি ভাষায় যাকে থ্রম্বোসিস বলা হয়। যদিও পরিসংখ্যানে এটি হওয়ার সম্ভাবনা কম, তবে সেই আশঙ্কা বা ঝুঁকি রয়েছে।

ওই ঝুঁকি নিয়ে তামিম ইকবালের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়েছে।

গতকাল সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকনাল। তাকে তখন হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ারে হাসপাতালে আনার কথা থাকলেও শারীরিক পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার কারণে তা সম্ভব হয়নি।

আ/মি

 10
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।