শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

আবারও ১০ ডিগ্রির নিচে পঞ্চগড়ে তাপমাত্রা।

আবারও ১০ ডিগ্রির নিচে পঞ্চগড়ে তাপমাত্রা।
আবারও ১০ ডিগ্রির নিচে পঞ্চগড়ে তাপমাত্রা।
সর্বশেষ উপলব্ধ: ডিসেম্বর ৩০, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ন

 পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার ওঠানামায় বাড়ছে শীতজনিত রোগব্যাধি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস জানায়, রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার রেকর্ড হয়েছিল দশমিক ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়রা জানান, দিন-রাত দুই রকম তাপমাত্রা অনুভব করছেন তারা। সন্ধ্যা থেকে পরের দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত তীব্র কনকনে শীতে হাড় কাঁপছে তাদের। রাতে তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রিতে নেমে আসছে এমন অনুভব করছেন তারা। রাতে একাধিক কম্বল লেপ নিলেও মনে হয় ঠান্ডা লাগে। বিছানা, ঘরের ফ্লোর, আসবাপত্র সবকিছুই বরফ হয়ে ওঠে। উপায়ন্তর না পেয়ে সন্ধ্যা-ভোরে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা কমানোর চেষ্টা করছেন তারা। দিনে রাতে দুই রকম তাপমাত্রার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্তের সংখ্যা।

আ/মি 

 53
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।