শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

শিগগিরই ফিরছেন দেশে ফিরছেন খালেদা জিয়া, অপেক্ষায় তারেক 

শিগগিরই ফিরছেন দেশে ফিরছেন খালেদা জিয়া, অপেক্ষায় তারেক 
শিগগিরই ফিরছেন দেশে ফিরছেন খালেদা জিয়া, অপেক্ষায় তারেক 
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১০, ২০২৫ ০২:৩৯ অপরাহ্ন

চলতি মাসেই দেশে ফিরতে পারেন লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা বিবেচনায় এমনটা আশা করছেন চিকিৎসকরা।
গেল কয়েক দিনে খালেদা জিয়ার অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা হয়েছে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষার রিপোর্টগুলো হাতে পেলে দেশে ফেরার তারিখ চূড়ান্ত হতে পারে। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের যে কোনো সময়ে তুলনায় ভালো। মানসিকভাবে তিনি খুব ভালো আছেন। 


খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, এখন ম্যাডামের শারীরিক ও মানসিক অবস্থা স্থিতিশীল। 
তবে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ মাসেই ফেরার সম্ভাবনা থাকলেও তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছেন।
আ/মি

 13
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।