মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ English
English
সর্বশেষ

“মার্চ ফর গাজা” মিছিলে মিছিলে লোকারণ্য ঢাকা

“মার্চ ফর গাজা” মিছিলে মিছিলে লোকারণ্য ঢাকা
“মার্চ ফর গাজা” মিছিলে মিছিলে লোকারণ্য ঢাকা
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ১২, ২০২৫ ০১:৩৬ অপরাহ্ন

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছেমার্চ ফর গাজাকর্মসূচি। শনিবার (১২ মার্চ) বিকেল ৩টায় এই গণজমায়েত শুরু হবে।

কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নেমেছে। একের পর এক মিছিল নিয়ে জড়ো হচ্ছেন মানুষ। সবার হাতে রয়েছে বাংলাদেশের ফিলিস্তিনের পতাকা। গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্বজনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়াই মার্চ ফর গাজা লক্ষ্য।

আয়োজকরা জানিয়েছেন, এতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা একাত্মতা প্রকাশ করেছেন। বিশিষ্ট ইসলামিক স্কলার . মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে খেলোয়াড়, মিডিয়া ব্যক্তিত্ব নাগরিক সমাজের প্রতিনিধিরাও এই আয়োজনে সরব সমর্থন জানিয়েছেন।

আ/মি

 174
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।