রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আইএসপিআর।
বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এরপর কিছুক্ষণের মধ্যেই উত্তরার আকাশে সেটি দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সঠিকতা বা উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান বিমান বিধ্বস্তের খবর পেয়েই তিনি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। ঘটনার সত্যতা যাচাই চলছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে দুপুর ১টা ১৮ মিনিটে তারা খবর পান। তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আরও দুটি ইউনিট রাস্তায় রয়েছে।
এ ঘটনায় এখনো হতাহতের কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও তদন্ত তৎপরতা চলমান রয়েছে।
বিস্তারিত আসছে…
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।