মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯
সর্বশেষ উপলব্ধ: জুলাই ২১, ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল অন্তত ১৯ জনের। আহত হয়েছেন ৫০ জনের বেশি যাদের অনেকেই শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার জানান দুর্ঘটনাস্থলে এখন পর্যন্ত ৯টি ইউনিট ৬টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

দগ্ধদের মধ্যে নারী শিশুও রয়েছে। আহতদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

জানা যায় সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ভয়াবহ আগুন ধরে যায় বিমান ভবনে। যে ভবনে বিমানটি পড়ে সেখানে তখন বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল।

দুর্ঘটনার কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আশিক/মি

 11
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।