বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬ English
English
সর্বশেষ

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ১২, ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে নাফনদীর জলসীমায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে স্থানীয় এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) হোয়াইক্যং ইউপির লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে হানিফের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি ওই এলাকার ফজল করিমের ছেলে।

স্থানীয়রা জানান, হানিফ স্থানীয় এক ব্যক্তির মালিকানাধীন মাছের প্রজেক্টে কাজ করেন। ঘটনার পরপর তাকে উদ্ধার করে একটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

মহিউদ্দিন/মি.

 33
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।