মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ

স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ
স্বাস্থ্য খাতের সমস্যা সমাধানে সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ
সর্বশেষ উপলব্ধ: মে ০৫, ২০২৫ ০৫:১২ অপরাহ্ন

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যেসব সমস্যা রয়েছে তা নিরসনে স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব সুপারিশের যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার ( মে) স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়ার পর তিনি নির্দেশ দেন।

. মুহাম্মদ ইউনূস বলেন, একটি বড় সমস্যা হচ্ছে ডাক্তারের সংকট, আবার কোনো কোনো ক্ষেত্রে ডাক্তার থাকলেও যেখানে দরকার সেখানে ডাক্তার নেই। এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।

চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটা ছাড়া সমস্যা নিরসন সম্ভব নয়। চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকাটা নিশ্চিত করতে হবে।

আ/মি

 113
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।