ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৩জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লাতেও ভূকম্পনের কথা অনেকে জানিয়েছেন ।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্যের নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে মিয়ানমারে ভূমিকম্পটির কেন্দ্র ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকার দূরত্ব ৫৩১ কিলোমিটার।
আ/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।