মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

ওষুধ-পোশাকসহ কিছুপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা

ওষুধ-পোশাকসহ কিছুপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা
ওষুধ-পোশাকসহ কিছুপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ১৬, ২০২৫ ০৬:৫৩ অপরাহ্ন

ওষুধ, পোশাকসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে- তা রিভিউ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়তো ভ্যাটের কারণে হয়েছে। ভ্যাটের কারণে সম্পূর্ণ না। সম্পূর্ণভাবে এটা হলো ম্যানুপুলেশন, সাপ্লাই চেনের ওপর।

অর্থ উপদেষ্টা আরও বলেন, অত্যাবশ্যকীয় কিছু কিছু জিনিসের বিষয়ে আমরা বলেছি। তারপর ওষুধ, পোশাকসহ অত্যাবশ্যকীয় যেসব পণ্য সাধারণ লোকজনের ওপর প্রভাব ফেলে সেগুলো রিভিউ করা হচ্ছে। আমদানি করা ফলের জুস- এগুলো আমি কেন কমাবো?

সৌদি আরবে ইসলামি উন্নয়ন ব্যাংকের আইডিবি সম্মেলনে সংস্থিাটি সারের জন্যে অর্থায়নে রাজি হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

আ/মি

 76
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।