শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ English

পরীক্ষামূলক সম্প্রচার

English
সর্বশেষ

দেশে এইচএমপিভি ভাইরাস আক্রান্ত এক নারীর মৃত্যু

দেশে এইচএমপিভি ভাইরাস আক্রান্ত এক নারীর মৃত্যু
সর্বশেষ উপলব্ধ: জানুয়ারী ১৬, ২০২৫ ১০:৫২ অপরাহ্ন

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত সানজিদা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তবে তার স্থূলতাজনিত ও কিডনি সংক্রান্ত বিভিন্ন জটিলতা ছিল।


গতকাল বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. আরিফুল বাশার বলেন, ‘রোগী (সানজিদা) গতকাল সন্ধ্যা ৭টার দিকে মারা গেছেন। তবে তিনি এইচএমপিভি ভাইরাসের কারণে মারা যাননি। তার অন্য জটিলতা ছিল। তিনি স্থূলতাজনিত সমস্যা, কিডনি জটিলতায় ভুগছিলেন। ফলে তাকে ভেন্টিলেশন থেকে বের করা যাচ্ছিল না। তার এক্স-রে ঠিকঠাক ছিল। ফলে ভাইরাল নিউমোনিয়ার জন্য মৃত্যু হয়েছে, এটা মনে হয় না।’

এই চিকিৎসক আরও বলেন, তিনি (সানজিদা) অনেকটা সুস্থ হয়ে গেছিলেন। বিভিন্ন জটিলতা থাকায় হঠাৎ করেই তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমরা মনে করছি, ভাইরাল নিউমোনিয়ার জন্য সম্ভবত মারা যাননি, বিভিন্ন জটিলতার জন্য হয়তো সমস্যা হয়েছে।
সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, সানজিদার মৃত্যু এইচএমবিপির কারণে হয়নি। এনিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্যকোন স্বাস্থ্য সংস্থা কোন সতর্কতা জারি করেনি বলেও জানান ডা. সায়েদুর।
তিনি বলেন সবাইকে সতর্ক থাকতে হবে। বার বার হাত ধোঁয়া ও মাক্স পড়তে হবে। 

সর্দি কাশি জ্বর থাকলে জনসমাগমে না যাওয়ার কথাও বলেন ডা. সায়েদুর।

 9
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।