উভচর ইঁদুর, কাঁটাযুক্ত ইঁদুর, ছোটো আকারের একপ্রকার কাঠবিড়ালি, আট ধরনের মাছ, তিন ধরনের উভচর এবং ১০ ধরনের নতুন প্রজাপতিসহ ২৮টি প্রজাতির সন্ধান মিলেছে আমাজানে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ পেরুর আমাজন বৃষ্টিবহুল অরণ্যে এসব প্রজাতির সন্ধান মেলার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী, প্রানী সংরক্ষণ ও গবেষণা সংস্থা।
কনজারভেশন ইন্টারন্যাশনালের র্যাপিড অ্যাসেসমেন্ট নামের একটি কর্মসূচির শীর্ষ নির্বাহী কর্মকর্তা ট্রন্ড লারসেন বার্তাসংস্থা রয়টার্সকে এসব তথ্য জানান।
লারসেন বলেন, “আমরা একপ্রকার ইঁদুরের সন্ধান পেয়েছি যে মাটি ও পানিতে চলাচলের ক্ষেত্রে তারা সমান দক্ষ এবং সাধারণত পানি থেকেই তাদের খাবার জোগাড় করে। এক ধরনের মাগুর মাছ পেয়েছি, সেগুলোর দেহে আঁশ রয়েছে। এক ধরনের নতুন কাঠবিড়ালির সন্ধান পেয়েছি, যেটির আকার পূর্নবয়স্ক অবস্থায় সাধারণ মানুষের হাতের তালুর চেয়েও ছোটো। সামনে আরও বেশ কয়েকটি নতুন প্রজাতি আবিষ্কার করতে পারব আমরা।
এর যুক্তি হিসেবে তিনি বলেন, “আমরা যদি জঙ্গলের একদম গভীরে যাই, তাহলে আরও নতুন প্রজাতির সন্ধান পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।”
২০২২ সালের জুন থেকে পেরুর আমাজন অঞ্চলে নতুন প্রজাতির প্রানীর অনুসন্ধান কার্যক্রম শুরেু করেছে কানজারভেশন ইন্টারন্যাশনালের একটি বিশেষজ্ঞ দল। এ দলের মোট সদস্য সংখ্যা ১৩ জন। ট্রন্ড লারসেন দলটির নেতৃত্ব দিচ্ছেন।
আ/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।