মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

বিশ্ব রক্ষায় তরুণদের থ্রি জিরো ক্লাব গড়ার আহ্বান ড. ইউনূসের

বিশ্ব রক্ষায় তরুণদের থ্রি জিরো ক্লাব গড়ার আহ্বান ড. ইউনূসের
বিশ্ব রক্ষায় তরুণদের থ্রি জিরো ক্লাব গড়ার আহ্বান ড. ইউনূসের
সর্বশেষ উপলব্ধ: মে ৩০, ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন

তরুণ প্রজন্মকে নতুন বিশ্ব গড়তে থ্রি জিরো ক্লাবগড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্যে তিনি বলেন, আমরা যে সভ্যতা তৈরি করছি, তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করে দেবে।

থ্রি জিরো ক্লাবসম্পর্কে তিনি বলেন, পাঁচজন ব্যক্তি এক হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না।

. ইউনূসের থ্রি জিরো ক্লাব ধারণা মূলত তিনটি শূন্যের ভিত্তিতে গড়ে তোলা- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। তার মতে, ভবিষ্যৎ প্রজন্মকেই লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে আসতে হবে। এখন সবাই কেবল তাদের মুনাফা সর্বাধিক করতে চাচ্ছে।তাই তরূণদেরকেই এগিয়ে আসতে হবে।

শুক্রবার (৩০ মে) সোকা বিশ্ববিদ্যালরে অনুষ্ঠানে বিশ্বব্যাপী সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নের অবদানের স্বীকৃতিস্বরূপ . ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

আশিক/মি

 

 

 61
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।