সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

মিলছে না চামড়ার কাঙ্ক্ষিত দাম

মিলছে না চামড়ার কাঙ্ক্ষিত দাম
মিলছে না চামড়ার কাঙ্ক্ষিত দাম
সর্বশেষ উপলব্ধ: জুন ০৮, ২০২৫ ০৮:১৫ অপরাহ্ন

সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া। রাজধানীতে লবণ ছাড়া বড় এবং মাঝারি আকারের গরুর কাঁচা চামড়া ৬০০ থেকে সর্বোচ্চ ৯০০ টাকায় বিক্রি হয়েছে। আর যেসব গরুর চামড়া আকারে তুলনামূলক ছোট এবং মান কিছুটা খারাপ, সেগুলোর দাম ছিল ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে। ঢাকার বাইরের বাজারে চামড়ার দাম আরও কম দেখা গেছে।

লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গেলবারের চেয়ে এবার টাকা বাড়িয়ে ৬০-৬৫ টাকা নির্ধারণ করা হলেও রাজধানীর বিভিন্ন এলাকা পাড়া-মহল্লায় নির্ধারিত দামের অর্ধেক মূল্যে কেনাবেচা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির গরুর চামড়া বিক্রির টাকা সাধারণত গরিব, অসহায় মিসকিনদের সাহায্য করার জন্য দেয়া হয়। চামড়ার দাম কম হওয়ায় তারা বঞ্চিত হচ্ছে।

আশিক/মি

 44
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।