জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকে আদেশ জারি করার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের বিশেষজ্ঞ প্যানেলের মতে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট বা ভিন্নমতকে গুরুত্ব দিলে পুরো সংস্কার প্রক্রিয়া ঝুঁকিতে পড়বে।
রোববার সন্ধ্যার বৈঠকের পর সোমবার (২০ অক্টোবর) সদস্যরা জানিয়েছেন ভিন্নমত রেখে গণভোট বা সংস্কার এগিয়ে নেয়া সম্ভব নয়। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন আদেশের খসড়া প্রস্তুতির কাজ চলছে এবং ২৪ অক্টোবরের (শুক্রবার) মধ্যে সরকারকে চূড়ান্ত সুপারিশ পাঠানো হবে। বিশেষজ্ঞরা বলেন সংবিধানের ৭ অনুচ্ছেদের পরিবর্তে জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাবলে সরকারকে আদেশ জারি করতে হবে। কারণ জনগণের সার্বভৌম ইচ্ছায়ই এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তারা আরও বলেন অতীতে অন্তর্বর্তী সরকার দৃঢ় অবস্থান নিতে পারেনি তাই এবার সরকারকে শক্ত হতে হবে।
কমিশন সূত্রে জানা গেছে আদেশের ওপর গণভোট হবে জুলাই সনদের ওপর নয়। এতে নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করা হবে না কারণ তা রাখলে সংস্কারের মূল উদ্দেশ্য ব্যর্থ হবে। জনগণ গণভোটে আদেশ অনুমোদন করলে পরবর্তী সংসদ সে অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করবে।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।