সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

কানাডায় প্রাণ গেল বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর

কানাডায় প্রাণ গেল বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর
কানাডায় প্রাণ গেল বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর
সর্বশেষ উপলব্ধ: জুন ০৯, ২০২৫ ০৫:০১ অপরাহ্ন

বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার ( জুন) কানাডার অন্টারিও প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ঘুরতে গিয়ে নৌকা ডুবে প্রাণ হারান তারা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পারিবারিক ভ্রমণের সময় আবদুল্লাহ হিল রাকিব গুড্ডু বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এসময় তাদের বোটটি উল্টে যায়।

অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

শামীম/মি

 44
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।