সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

যমুনা সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি

যমুনা সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি
যমুনা সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি
সর্বশেষ উপলব্ধ: জুন ১৪, ২০২৫ ০৪:০৮ অপরাহ্ন

ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট যানবাহনের ধীরগতি। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারজুড়ে এই যানজটের সৃষ্টি হয়।

গেল শুক্রবার দিবাগত রাত থেকেই এই লেনে যানবাহনের ধীরগতি ছিল। শনিবার (১৪জুন) ভোর থেকে তা বাড়তে বাড়তে তীব্র যানজটে রূপ নেয়। কোথাও থেমে থেমে, আবার কোথাও একেবারে স্থবির হয়ে পড়ে যান চলাচল।

অন্যদিকে টাঙ্গাইল অংশে, শুক্রবার দিবাগত থেকে যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটারজুড়ে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যায়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ, সঙ্গে সেতুর ওপর গাড়ি দুর্ঘটনা বিকল গাড়ির কারণে পরিস্থিতির সৃষ্টি হয়।

উজ্জল/মি

 61
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।