রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) রাতে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এ এস আই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেফতার ও প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে।
উজ্জল/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।