মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ English
English
সর্বশেষ

ইরানে সম্ভাব্য হামলার অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: আল জাজিরা

ইরানে সম্ভাব্য হামলার অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: আল জাজিরা
ইরানে সম্ভাব্য হামলার অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: আল জাজিরা
সর্বশেষ উপলব্ধ: জুন ১৯, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে তথ্য দিচ্ছে বিভিন্ন সূত্র ওয়াশিংটন ডিসিতে হামলার পদক্ষেপে প্রস্তুতি চলছে বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়েছে। খবর আল জাজিরার।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা আগামী দিনে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে বলা হয়েছে, এটা ইঙ্গিত দিচ্ছে যে, তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অবকাঠামোগতভাবে প্রস্তুতি চলছে।

এদিকে ইসরায়েল এবং ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ চলছে। ট্রাম্প প্রশাসন এই সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে যার বিরোধিতা করেছেন বিক্ষোভকারীরা। তারা আহ্বান জানিয়েছেন যে, মার্কিন প্রশাসন যেন এই সংঘাতে আরও গভীরভাবে সম্পৃক্ত না হয়।

শামীম/মি

 212
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।