সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানকে কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স
সর্বশেষ উপলব্ধ: জুন ২০, ২০২৫ ০৭:৪৫ অপরাহ্ন

ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্ররা। এমনটা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ।

প্যারিসের ঠিক বাইরে লে বোর্গেটে সাংবাদিকদের মি. ম্যাক্রঁ বলেন, ইরানকে দেখাতে হবে যে তারা আলোচনার টেবিলে যোগ দিতে ইচ্ছুক।

ম্যাক্রোঁর মতে, এই প্রস্তাবটি চারটি প্রধান ধাপে গঠিত-

১. জাতিসংঘের পারমাণবিক সংস্থা, আইএইএ এর মাধ্যমে ইউরেনিয়ামের "শূন্য সমৃদ্ধকরণ" এর দিকে এগিয়ে যাওয়ার কাজ আবারো শুরু করা।

২. ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের তদারকি।

৩. এই অঞ্চলে প্রক্সি জঙ্গি গোষ্ঠীগুলোকে ইরানের অর্থায়ন বন্ধ করা।

৪. ইরানের কারাগারে বন্দী বিদেশী নাগরিকদের মুক্তি।

সূত্র বিবিসি।

আশিক/মি

 43
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।