সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

আমেরিকানদের কিভাবে বিশ্বাস করবো বুঝতে পারছি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকানদের কিভাবে বিশ্বাস করবো বুঝতে পারছি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আমেরিকানদের কিভাবে বিশ্বাস করবো বুঝতে পারছি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: জুন ২১, ২০২৫ ০১:৫৮ অপরাহ্ন

আমরা জানি না কীভাবে আমেরিকানদের বিশ্বাস করবো। তারা যা করেছে, তা আসলে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তিনি বলেন, ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে রাজি হবে না, এবং ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে, তার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না।

এনবিসি পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হয়, দুই সপ্তাহের মধ্যে ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধান সম্ভব কিনা।

তখন আরাগচি বলেন, এটা নির্ভর করছে আমেরিকানদের ওপর। তারা কি আদৌ আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী, নাকি তাদের অন্য কোন উদ্দেশ্য আছে এবং তারা কি ইরানে হামলা করতে চায়?

তিনি আরো বলেন, তাদের হয়তো এমন পরিকল্পনা থাকতে পারে এবং তারা হয়তো ওই পরিকল্পনা ঢাকতে আলোচনার নাটক করছে। সূত্র-বিবিসি।

উজ্জল/মি

 48
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।