জুলাই-আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৪ জুন) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। মামলায় হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয়া হয়েছে।
এর আগে হাসিনা ও কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করা হয়। নির্ধারিত সময়ে হাজির না হলে অনুপস্থিতিতেই বিচার চলবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হত্যার নির্দেশদাতা হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যেখানে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।