চীন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের নেতৃত্বে চীনে সফররত বিএনপির প্রতিনিধি দল চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক শেষে একথা জানান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল আরও জানান, চীন নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আগামি নির্বাচন নিয়ে আলোচনা হয়।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।