সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

ইরানে ৭০০ সন্দেহভাজন ইসরায়েলি এজেন্ট আটক।

ইরানে ৭০০ সন্দেহভাজন ইসরায়েলি এজেন্ট আটক।
ইরানে ৭০০ সন্দেহভাজন ইসরায়েলি এজেন্ট আটক।
সর্বশেষ উপলব্ধ: জুন ২৫, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন

চলমান উত্তেজনার মধ্যে ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী ৭০০ জন ভাড়াটে এজেন্টকে গ্রেফতার করেছে, যারা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও নাশকতায় জড়িত ছিল। ফার্স নিউজ জানায়, আটক ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলপন্থি মত প্রচার ও গোপন তথ্য পাচারে সক্রিয় ছিল।

মোসাদ নিজেই স্বীকার করেছে, তারা ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে ইরানে হামলার পরিকল্পনা করেছিল এবং এর অংশ হিসেবে একটি গোপন ড্রোন ঘাঁটি স্থাপন করে।পরিস্থিতি মোকাবেলায় তেহরান প্রসিকিউটর অফিসে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে, যা দেশজুড়ে সংবাদমাধ্যম ও ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করছে।

এছাড়া ইরানের অন্যান্য গণমাধ্যম দাবি করেছে, সংঘাত শুরুর পর থেকে কয়েকজন ইসরায়েলি গুপ্তচরের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগে দেশজুড়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সূত্র সিএনএন

আশিক/মি

 52
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।