সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী।
সর্বশেষ উপলব্ধ: জুন ২৬, ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ন

সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে বছরের লিখিত পরীক্ষা শুরু হলো।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় দেখা গেছে। নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়েছে। গেটের সামনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তারা কেন্দ্রে প্রবেশ করেন। শিক্ষার্থীদের পরনে ছিল ইউনিফর্ম, হাতে প্রবেশপত্র প্রয়োজনীয় উপকরণ। অধিকাংশের মুখে ছিল মাস্ক এবং কেউ কেউ হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে নিয়ে এসেছিল। গেটের সামনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কক্ষ পরিদর্শক পুলিশের উপস্থিতি ছিল লক্ষণীয়।

জানা গেছে, বছর এইচএসসি সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডের অধীনে ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে লাখ হাজারের বেশি পরীক্ষার্থী রয়েছে।

আশিক/মি

 48
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।