সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প এক টুইটে নিউইয়র্ক টাইমস ও সিএনএন-এর বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, এই দুই গণমাধ্যম যৌথভাবে “প্রতারণা” করেছে এবং আমেরিকার সামরিক বাহিনীর বিশেষ করে B-2 বোমারু বিমানচালকদের অসাধারণ কাজকে খাটো করে দেখানোর চেষ্টা করেছে।
ট্রাম্প সাংবাদিকদের “BAD AND SICK PEOPLE” আখ্যা দিয়ে বলেন, “TOTAL OBLITERATION” হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ধ্বংস সাধিত হয়েছে।
এই টুইটটি তিনি ২৬ জুন বৃহস্পতিবারে পোস্ট করেন, যেখানে নিউইয়র্ক টাইমসকে “Failing” এবং সিএনএন-কে “Fake News” বলে উল্লেখ করা হয়—যা তার পূর্বের বক্তব্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ট্রাম্পের অভিযোগ, “তারা (গণমাধ্যম) দেশের সাফল্যে গর্ব করার বদলে বরাবরের মতো আমেরিকাকে খারাপ দেখাতে মরিয়া। এটি আর চলতে দেওয়া যায় না।”
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।