সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

সব সরকারি ভবনের ছাদে সোলার বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার।

সব সরকারি ভবনের ছাদে সোলার বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার।
সব সরকারি ভবনের ছাদে সোলার বসানোর নির্দেশ প্রধান উপদেষ্টার।
সর্বশেষ উপলব্ধ: জুন ২৬, ২০২৫ ০৩:৩২ অপরাহ্ন

সব সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেল বসানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার যমুনায় ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ শীর্ষক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
IRENA-র ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতিবেশীদের তুলনায় পিছিয়ে। ভারতে বিদ্যুতের ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭.১৬ ও শ্রীলঙ্কায় ৩৯.৭ শতাংশ সৌর উৎস থেকে আসে, অথচ বাংলাদেশে তা মাত্র ৫.৬ শতাংশ।


সরকারি নীতিমালা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। এর অংশ হিসেবে ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়া চলছে।
প্রধান উপদেষ্টা জানান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি হাসপাতালের ছাদে বসানো সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহার করা যাবে এবং ছাদের জন্য প্রতিষ্ঠানগুলো ভাড়াও পাবে। বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমেই সোলার স্থাপনের বিষয়টি বিবেচনার পরামর্শও দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান, বিডা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আশিক/মি

 45
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।