যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ়ভাবে দাবি করছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।
এর পেছনে রয়েছে দুটি মূল কারণ: প্রথমত, তিনি নিজের নেতৃত্বকে একটি অদম্য, শক্তিমান রূপে তুলে ধরতে চান; দ্বিতীয়ত, যদি প্রমাণ পাওয়া যায় যে ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরি সক্ষমতা ধরে রেখেছে, তবে ভবিষ্যতে আরও সামরিক অভিযানের চাপ সৃষ্টি হতে পারে—যেটি ট্রাম্পের নীতির পরিপন্থী।
তবে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে, বোমা হামলায় ইরানের তিনটি স্থাপনায় আঘাত হানা হলেও কর্মসূচির মূল অংশ বেঁচে গেছে। এর প্রেক্ষিতে ট্রাম্প ও তাঁর প্রশাসন প্রচার চালাচ্ছেন যে অভিযান ছিল অসাধারণ সফল।
প্রেসিডেন্ট দাবি করেন, "এটা ছিল একেবারে নিঃশেষ করে দেওয়া—বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এটি করতে পারত না। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান হয়তো এখন আরও দ্রুত বোমা তৈরির পথ বেছে নিতে পারে। তবে বর্তমানের উত্তেজনা আর সন্দেহ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—ট্রাম্প প্রশাসন তাদের নিজের বিবৃতি প্রমাণের চেয়ে বিশ্বাস আর রাজনৈতিক চাপ সৃষ্টিতে বেশি আগ্রহী।
সূত্র সিএনএন
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।