শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। খুব শিগগিরই পরিবর্তন দেখতে পাবেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার দেশের কারখানায় শ্রমিকদের নিরাপত্তা উন্নয়নে কাজ করা সংগঠন নিরাপন নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
ওই বৈঠকে নিরাপনের চেয়ারম্যান সিমোন সুলতানা এবং সংগঠনের স্বাধীন পরিচালক তপন চৌধুরী দলটির নেতৃত্ব দেন। এছাড়া শীর্ষস্থানীয় পশ্চিমা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, অন্তর্বর্তীকালীন সরকার এরিমধ্যে শ্রমিক ইউনিয়ন ও কারখানা মালিকদের সঙ্গে ১৮ দফা চুক্তি করেছে, যা শিল্পে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সহায়ক হয়েছে।
সিমোন সুলতানা পোশাক শিল্পে সংস্কার উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বলেছেন ‘নিরাপন’ তাদের স্থানীয় অংশীদার ব্র্যাক এবং আমাদের কথাসহ, কারখানাগুলোকে তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা সক্ষম করতে উদ্ভাবনী সরঞ্জামের বিকাশ এবং সরবরাহে অগ্রণী ভূমিকা পালন করছে।
আ/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।