ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে নিহত সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের জন্য ইরানে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার তেহরানের ইংলাব স্কয়ারে জাতীয় পতাকায় মোড়ানো কফিন ঘিরে হাজারো মানুষ জড়ো হয়।
নিহতদের মধ্যে রয়েছেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি এবং বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি। যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই সংঘর্ষের অবসান ঘটে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে এগোলে তিনি ফের হামলার কথা ভাববেন। ট্রাম্প দাবি করেন, তিনি জানতেন খামেনেই কোথায় আশ্রয় নিয়েছিলেন এবং তাকে “অপমানজনক মৃত্যু” থেকে বাঁচিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পের মন্তব্যকে “অসম্মানজনক” বলে উল্লেখ করেন এবং জানান, পারমাণবিক স্থাপনাগুলোতে “গুরুতর ক্ষতি” হয়েছে।
সূত্র বি বি সি
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।