গাজায় খাদ্য সহায়তা পেতে আসা বেসামরিকদের ওপর ইসরায়েলি সেনাদের গুলি চালানোর গোপন নির্দেশ ছিল—এমন এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
আলজাজিরার এক লাইভ রিপোর্টে দাবি করা হয়, ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরীণ নথিতে দেখা গিয়েছে, সৈন্যদের ‘শঙ্কাজনক’ নির্দেশনা দেয়া হয়েছিল—খাদ্যের জন্য জড়ো হওয়া লোকদেরও গুলি করতে। গাজার খাদ্য সংকটের মধ্যে, গেল কয়েক সপ্তাহে খাদ্য বিতরণকেন্দ্রের কাছে বহু বেসামরিক প্রাণ হারিয়েছেন।
বিষয়টি সামনে আসার পর ইসরায়েলের সেনাবাহিনী (IDF) নিজস্ব যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেছে। যদিও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্ট এই অভিযোগ “মিথ্যা ও অপমানজনক” বলে উড়িয়ে দিয়েছেন।
এদিকে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধের আশঙ্কাজনক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।
ইসরায়েলের সমালোচকরা বলছেন, এমন নির্দেশনা থাকলে তা শুধু যুদ্ধনীতি লঙ্ঘনই নয়, বরং এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
সূত্র আল-জাজিরা
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।