দেশে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৮১টি নমুনা পরীক্ষায় নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩.৮৭ শতাংশ।
শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জন এবং মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২১ জন।
চলতি বছর এখন পর্যন্ত করোনায় ৫২৮ জন শনাক্ত হয়েছেন। স্বাস্থ্যবিধি মানার আহ্বান পুনর্ব্যক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।