ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের দুই কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা চালুসহ ১৬ দফা দাবি ঘোষণা করেছে। ২৮ জুন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ থেকে এই দাবি তুলে ধরা হয়।
দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’কে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ফিরিয়ে আনা, ‘জুলাই সনদ’ ঘোষণা, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত, ফ্যাসিবাদী অপশক্তি দমন ও প্রশাসন ঢেলে সাজানোর দাবি তাদের অন্যতম অগ্রাধিকার।
এছাড়া পাচারকৃত অর্থ উদ্ধার, ভারতের সঙ্গে চুক্তি প্রকাশ, নির্বাচনে দুর্নীতিবাজদের অযোগ্য ঘোষণা এবং ইসলাম ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানায় দলটি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।