কুমিল্লার মুরাদনগরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ঢাকার সায়েদাবাদ থেকে মূল আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। গেল ২৬ জুন রাতে তিনি রামচন্দ্রপুর গ্রামে গলায় ছুরি ধরে ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর স্থানীয়দের হাতে ধরা পড়ে মারধরের শিকার হলেও পরে পালিয়ে যান।
এসময় ঘটনাস্থলে থাকা কয়েকজন ভিকটিমের ভিডিও ধারণ করে তা অনলাইনে ছড়িয়ে দেয়।
পরে ভুক্তভোগী নারী শুক্রবার থানায় মামলা করেন। তার স্বামী দুবাই প্রবাসী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে এবং ভিডিও ছড়ানোয় জড়িত তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।