সোমবার, ২১ জুলাই, ২০২৫ English
English
সর্বশেষ

গণঅভ্যুত্থান স্মরণে এনসিপির জুলাই ব্যাপী কর্মসূচি।

গণঅভ্যুত্থান স্মরণে এনসিপির জুলাই ব্যাপী কর্মসূচি।
গণঅভ্যুত্থান স্মরণে এনসিপির জুলাই ব্যাপী কর্মসূচি।
সর্বশেষ উপলব্ধ: জুন ২৯, ২০২৫ ১২:২৩ অপরাহ্ন

আগামী ১ জুলাই থেকে সারা দেশে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি চালু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচি চলবে ৩০ জুলাই পর্যন্ত।

রোববার (২৯ জুন) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

তিনি জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তিকে কেন্দ্র করে এই কর্মসূচি নেওয়া হয়েছে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে যাত্রা শুরু হয়ে এই পদযাত্রা দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঢাকায় ফিরে আসবে।

নাহিদ বলেন, “এই ৩৬ দিনের ইতিহাস শুধু আমাদের আন্দোলনের ভিত্তিই নয়, এটি আমাদের রাজনৈতিক দায়বদ্ধতার স্মারকও।”

এছাড়া ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন করবে এনসিপি।

আশিক/মি

 48
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।